
সাত সাগরের মাঝি
"...প্রতিভার কী দাহ আছে? অন্তত কতিপয় ক্ষেত্রে কথাটাকে মেনে নিতে হয়। এ দাহ আপনাসঞ্জাত। বিশেষ প্রতিভার নিয়তিই সম্ভবত তাই, এবং এই অবধারিতের হাত থেকে তাঁর অব্যাহতি নেই। যে অগ্নি তাঁকে সম্ভব করে তোলে, তারই লেলিহান শিখা শেষ অবধি তাকে পুড়িয়ে নি:শেষ (...)